বে এরিয়া প্রবাসীর পুজো এইবছর জমজমাট, করোনা প্রভাবে কড়াকড়ি ও Chabot colleger কঠোর নিয়মাবর্তিতার জন্য যদিও শুধু মাত্র সদস্য ও তার গেস্টদের Chabot কলেজে প্রবেশাধিকার ছিল- পুজো উপলক্ষ্যে, প্রায় ৭৫০ মানুষ, শনিবার or রবিবার , প্রতিদিন এসেছিলেন
মহামারীর প্রকোপে এবছরের পুজো একটু অন্যরকম হলেও পুজোর আনন্দে কোথাও কিন্তু এতটুকুও ভাঁটা পড়েনি। ২ বছর পরে ঘর থেকে বেরোতে পেরে , প্রবীণ, নবীন সকলের ই আনন্দের শেষ নেই - সারাদিন ধরে চলেছে আড্ডা, খাওয়া dawa আর হৈ হুল্লোড় -
একজন প্রবীণ মেম্বার জানালেন -বহুদিন পরে প্রবাসীর পুজো তে এসে পুরোনো দিনের মতো লেগেছে- মাঝে কেন জানিনা তার মনে হতো- যোগাযোগ আর পুজোর আনন্দ ক্ষীণ হয়ে গেছে জাকজমকের আর মানুষের ভিড়ের আড়ালে- এই বছর মনে হলো সবার মধ্যেও একটা সৌভ্রাতৃত্ত্বের বন্ধন। সারাদিন পরিবারের সকলকে নিয়ে তাই তিনি কাটিয়েছেন প্রবাসীর পুজোতে .
কেমন হলো ২ দিনের বাঙালিয়ানা উদযাপন ? শনিবার ওর রবিবার ২ দিন ই আয়োজন করা হয়েছিল ভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের - আর শনিবার সন্ধ্যা কাটলো কবিতা কৃষ্ণমূর্তির গানের সাথে।
সারাদিন তাই পরিবারের সকলেই প্রবাসীর পুজোতে - এত আয়োজনের মধ্যে - কেমন হলো এইবছর খাওয়া দাওয়া ? সপ্তমীর দুপুরে খিচুড়ি, লাবড়া, টমাটোর চাটনি , বেগুনি, আর মিষ্টি- অষ্টমী /নবমীর রাতে -বিরিয়ানি ও মাংস - -সাথে পৃথিবী বিখ্যাত পোড়াবাড়ী চমচম , রবিবার একটু অবাঙালি ছোয়াঁ - জিরা রাইস-সাথে ফিশ পাকোড়া , চিকেন টিক্কা মশলা আর গুলাবজামুন - তবে এ বছরের বিশেষ আকর্ষণ অবশ্যই - সারাদিন ধরে অফুরন্ত চা - সিঙ্গারা আর ঘি এর জিলেপী - আর সব শেষে বিজয়ার মিষ্টিমুখ কমলাভোগ দিয়ে |
প্রবাসীর এত পুরোনো ও নতুন সদস্য সংখ্যা দেখে মনে হল - সাধারণ মানুষের কাছে - বে এরিয়া প্রবাসীর পুজো এখনো অদ্বিতীয়।আমরা আশা করি আমাদের গুরুজনের আশীর্বাদ নিয়ে, নতুন ও পুরোনো বন্ধুদের ভালোবাসা নিয়ে - সারাটি বছর আমরা এইভাবেই আনন্দে কাটাতে পারবো।
Special acknowledgement to our founding member, Dr. Ranjit Chakravorti, our seniors, our board of directors, our advisors, our youth and adult volunteers (without whom this would not have been possible), our talented performers, our sponsors, our donors, our media partners and press- India Post, Yo India TV, Zee TV, Aajkaal, Ganashakti, Telegraph & Anandabazar. Jayashree Ray Urmi Chakraborty Arundhati Parmar Chandana Mukherji Bitan Biswas Samita Sen Amrita Paul Mukhopadhyay Puspita Moitra Simadri Moitra Trina Mondal Malavika Ghosh Sanjib Bhattacharya Piyali Ganguly Somnath Sen Chandan Biswas Indrani Chakraborty Indranil Sen Sraboni Saha Srijita Saha Sailik Sengupta Anjan Das Paromita Bhattacharyya Das Abhijit Datta Debjyoti Das Paru Paru Sudeshna Raha Sudipto Mukhopadhyay Jo Mitra Aninda Mukherjee Subarna Bhattacharyya Trisha Mita Sen Ayushi Biswas Monosrija Maity Kallol Chatterjee Manash Chaudhuri Manidipa Das Bhattacharya Alodeep Sanyal Saranjit Gupta Sweta Moitra Shreya Banerjee Tania Ghosh Tanima Ganguli Mukherjee Depanwita Seal Arundhati Parmar Ananya Basu Ananya Paul Pranati Sen Pradip Sen Saoli Biswas Supratim Basu ... See more